534885 weath.jpg

Bengal Weather: কালবৈশাখীর ঝড়বৃষ্টির সঙ্গেই শিলাবৃষ্টির তাণ্ডব! রবি-সোমে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস…


অয়ন ঘোষাল: পশ্চিমের শুষ্ক হওয়ার বদলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে। কালবৈশাখীর মতো পরিস্থিতি। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দক্ষিণবঙ্গের চারটি জেলা ও উত্তরবঙ্গের একটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের মালদা জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে।

আরও পড়ুন, BSF Jawan: পাকিস্তানে কেমন আছে স্বামী? পাঠানকোট যাচ্ছেন আটক জওয়ানের উদ্বিগ্ন অন্তঃসত্ত্বা স্ত্রী!

গরম অস্বস্তি করা আবহাওয়ার বেশি প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে। শনিবার তাপ প্রবাহের সতর্কবার্তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা ও থাকবে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই আট জেলাতে সন্ধ্যায় বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের সব জেলাতেই। 

রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি। সঙ্গে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা। পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার। বাকি সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।। উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং হুগলি ও ঝাড়গ্রাম জেলাতে সর্তকতা। বাকি জেলাতেও ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। মঙ্গল এবং বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবারে উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, Jalpaiguri| Rail Fire: ট্যাঙ্কার থেকে বেরিয়ে আসছিল আগুনের ফুলকি, গভীর রাতে গেটম্যানের তত্পরতায় রক্ষা পেট্রোলবোঝাই মালগাড়ির

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Shopping Cart
Scroll to Top