তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না। সোমবার থেকেই তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা শুনিয়ে রেখেছে আলিপুর। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ।
আলিপুর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু এলাকায় আজ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে অল্প বৃষ্টির সম্ভাবনা আছে সোমবারও। তার পর থেকে অবশ্য দক্ষিণের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আজ পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার পর্যন্ত। যে কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।